Saturday 08 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের ফ্র্যাঞ্চাইজি, সমর্থক নিয়ে গর্বিত তামিম

স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৩

শিরোপার জয়ের পর পরিবারের সাথে তামিম

জয়সূচক রান নেওয়ার সাথে সাথেই ডাগআউটে থাকা অন্য ক্রিকেটারদের সাথে মাঠে ছুটে গিয়েছিলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। শিরোপা জয়ের উল্লাসে মেতেছিল স্টেডিয়ামে উপস্থিত থাকা হাজারো বরিশাল সমর্থক। মাঠে ও মাঠের বাইরে এমন সমর্থন পেয়ে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলছেন, নিজের ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকদের নিয়ে গর্বিত তিনি।

এবারের বিপিএলজুড়েই আলোচিত ছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মালিকের কাণ্ডকারখানা। কখনো ক্রিকেটারদের নিয়ে অপ্রত্যাশিত মন্তব্য, কখনো বেতন না দেওয়া; ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য সমালোচনার মুখে পড়েছে বিপিএলের আয়োজক কমিটিও। বিশেষ করে দুর্বার রাজশাহীর ঘটনা তো হতবাক করেছে সবাইকেই। তবে সবার চেয়ে আলাদা ছিল বরিশাল। মালিকপক্ষ ও ক্রিকেটারদের মাঝে বন্ধনটা কত দৃঢ়, সেটা বুঝা গিয়েছে বরিশালের শিরোপা জয়ের পরেই। মালিককে নিয়ে উল্লাসে মেতেছিল পুরো দল।

বিজ্ঞাপন

শুধু ফ্র্যাঞ্চাইজি নয়, পুরো টুর্নামেন্টজুড়ে বরিশালের সমর্থকদের মাঠে ও মাঠের বাইরের অবস্থান ছিল চোখে পড়ার মতো। এমনকি চট্টগ্রামের ঘরের ছেলে তামিম নিজের মাঠে বরিশালের হয়ে সমর্থন পেয়েছেন! তামিম তাই সমর্থকদের প্রতি বিশেষ ভালোবাসা জানালেন, ‘এত কষ্ট করে একটা সমর্থকগোষ্ঠি তৈরি করেছি আমরা। এই জিনিসটা কিন্তু প্রথম বিপিএল থেকে সবাই চাইত যে সব ফ্র্যাঞ্চাইজির একটা সমর্থকগোষ্ঠি হোক। আমাদের সমর্থকরা পুরো টুর্নামেন্টজুড়েই আমাদের দারুণভাবে সমর্থন জুগিয়ে গেছে। আইপিএলের উদাহরণ একটা দিই। সেখানে নিয়ম কখনও পরিবর্তন হয় না। কোর ক্রিকেটাররা কিন্তু একই দলে থেকে যায়। ঠিক আছে তিন বছরের একটা চক্র শেষ হয়ে গেছে। পাঁচ বছরের একটা চক্র আসবে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের কোর ক্রিকেটারগুলো ধরে রাখার একটা সুযোগ দেওয়া উচিত। আপনি যদি মাত্র একজনকে ধরে রাখেন তাহলে তো এত দিন ধরে যে (সমর্থকগোষ্ঠি) গড়েছেন, সব শেষ হয়ে যাবে।’

বিজ্ঞাপন

বরিশাল ফ্র্যাঞ্চাইজির প্রতিও বিশেষ ধন্যবাদ জানালেন তামিম, ‘আমি সবাইকে বলতে শুনি বরিশাল বিগ বাজেটের দল। তবে এর পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিকে কৃতিত্ব দিতে হবে ‘এ’ ক্যাটাগরির ৬ জনকে নেওয়ার জন্য। কারণ অন্যরা কেউ নেয়নি, আমরা নিয়েছি। আমরা বড় দল গড়েছি ঠিকাছে। তবে এই জিনিসটা কিন্তু সবার জন্য ছিল। বাকিরা কেউ নেয়নি। আমরা নিয়েছি ২টি কারণে, বিশ্বাস আছে এবং তাদের প্রতি সম্মানের কারণে। বরিশালের ফ্র্যাঞ্চাইজি দারুণ, মালিকের ব্যাপারে বলব ক্রিকেট নিয়ে কোনো কথাই বলে না। কে খেলবে আসতেসে আসতেসে না। তিনি আমাকে সব দায়িত্ব দিয়েছেন। মুশফিককেও অনেক কৃতিত্ব দিতে হবে। যেভাবেই এই ফ্র্যাঞ্চাইজি কাজ করে, অফ ফিল্ডে আমি সব কিছু দেখাশোনা করি। পেমেন্ট সবাই পাচ্ছে কিনা। মুশফিক অন ফিল্ডে কাজ করেছে। সিইও দারুণ।’

সারাবাংলা/এফএম

তামিম ইকবাল ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর