গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত ১১ জন ঢামেকে
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১২
ঢাকা: গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগের হামলায় আহত ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭), হাসান(২২) , রৌহান আহমেদ (২২), ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন (২২), নাঈম (২১) ও ইয়াকিব (২৩)।
হাসপাতলে আহতদের মধ্যে সৌরভের বন্ধু পিয়াস জানান, রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে যান। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে তার বন্ধুসহ অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক জানান, গাজীপুর থেকে গতরাতে ও আজ সকালে আহত অবস্থায় ১১ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। এরমধ্যে সাত জনকে ভর্তি দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুল আলম বলেন, গত রাত থেকে সকাল পর্যন্ত ১১ জন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এরমধ্যে সাতজনকে ভর্তি দেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ