Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৯ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১২

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-সিএনজিচালিত অটোরিকশারর সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাছনমারা সেতুর পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বেতগঞ্জ বাজার এলাকার রতনপুর গ্রামের জমির হোসেন (৩০) ও আলী নূর (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে একটি বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করে। পথে সিলেট থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালকসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়ার পথে আলী নূর ও জমির হোসেন মারা যান। বাকিরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকরাম আলী জানান, বাস-সিএনজির সংঘর্ষে দুই জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

সারাবাংলা/ইআ

বাস-সিএনজির সংঘর্ষ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর