কুষ্টিয়ায় দেড় মাসের নবজাতক নিখোঁজ
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২১
কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া এলাকায় বিজয় নামের দেড় মাসের এক নবজাতক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নবজাতকের বাবা বাবুল হোসেন মন্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে বিজয় নামের ওই দেড় মাসের নবজাতক শিশুকে তার মা ঘরে রেখে বাড়ির বাইরে যান। এরপর থেকে ওই নবজাতক শিশু নিখোঁজ হয়। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নবজাতক শিশুটির বাবা।
নিখোঁজ নবজাতকের বাবা বাবুল হোসেন মন্ডল বলেন, ‘নিখোঁজের একদিন পার হলেও এখনো তার কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। সে কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ চুরি করে নিয়ে গেছে, তাও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আশপাশে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ‘থানায় অভিযোগ পেয়েছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই নবজাতককে উদ্ধারে পুলিশ মাঠ পযার্য়ে কাজ করছে।’
সারাবাংলা/এসডব্লিউ