ফার্মগেট থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে পুলিশ
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৪ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৬
ঢাকা: রাজধানীর ফার্মগেটে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। এটি ঘিরে রাখার পর তা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটও পৌঁছায়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে আরিফ নামে এক ব্যক্তি এ তথ্য দেন।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফার্মগেটের যে অংশটি ডিএমপির শেরেবাংলা নগর থানার অধীনে পড়েছে, সেই জায়গায় বোমা সদৃশ বস্তু আছে- এমন সংবাদে পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। তিনটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেখানে। এ ছাড়া বোম ডিসপোজাল ইউনিটও পৌঁছেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া ৩টি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।
সারাবাংলা/ইউজে/ইআ