১০০০ উইকেটে চোখ রশিদের
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৮
অভিষেকের পর থেকেই টি-২০ ক্রিকেটে বিশ্বজুড়ে দাপট তার। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, রশিদ খান নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। গত সপ্তাহেই রশিদ ছুঁয়েছেন নতুন ইতিহাস। ডোয়াইন ব্রাভোকে ছাড়িয়ে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি এখন এই আফগান স্পিনার। ইএসপিএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রশিদ বলছেন, এখন তার লক্ষ্য এই ফরম্যাটে ১০০০ উইকেট নেওয়া।
২০১৫ সালে মাত্র ১৬ বছর বয়সে টি-২০ ক্রিকেটে যাত্রা শুরু রশিদ খানের। ব্রাভোকে টপকে রশিদই এখন টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি। ৬৩৩ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন রশিদ। ব্রাভোর চেয়ে অনেক কম সময়েই এই কীর্তি গড়েছেন রশিদ। ৬৩৩ উইকেট পেতে রশিদের লেগেছে ৪৬১ ম্যাচ। ব্রাভো ৬৩১ পেয়েছিলেন ৫৮২ ম্যাচে।
রশিদের লক্ষ্য এবার হাজার উইকেট নিয়ে নতুন ইতিহাস গড়া, ‘এখন আমার লক্ষ্য এক হাজার উইকেট। এটা দারুণ একটা ব্যাপার হবে। আমি এই মুহূর্তে ফিট আছি। টি-২০তে ১০০০ উইকেট পাওয়া বিশাল একটা ব্যাপার। তবে এটা ছুঁতে হলে অনেক ভালো পারফর্ম করতে হবে। যদি সত্যিই এটা হয়ে যায়, সেটা হবে অবিশ্বাস্য ব্যাপার। আশা করছি আমি ফিট থেকে নিয়মিত খেলতে পারব। যদি আমি এভাবেই তিন-চার বছর খেলা চালিয়ে যেতে পারি, অবশ্যই সেখানে পৌঁছাতে পারব।’
ব্রাভোকে ছাড়িয়ে উইকেটের চূড়ায় পৌঁছে যাওয়ায় দারুণ খুশি রশিদ, ‘আমার ক্যারিয়ারের খুব বেশিদিনের নয়। তবে মনে হয় ১৫-২০ বছর পেরিয়ে গেছে! মাত্র ৯ বছরেই আমি এসব অর্জন করেছি। ৮ বছর ধরে ব্রাভো এই রেকর্ডের অধিকারী ছিল। ক্যারিয়ারের শুরুতে কখনোই ভাবিনি এত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলব। বিশ্বজুড়ে এত লিগে খেলার অভিজ্ঞতাটা দুর্দান্ত। আরও অনেকদিন এটা চালিয়ে যেতে চাই।’
সারাবাংলা/এফএম