যশোরে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের প্রীতি ম্যাচ
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৫
যশোর: যশোরে জাতীয় ব্লাইন্ড (দৃষ্টিহীন) ক্রিকেট দলের খেলোয়াড়দের সংবর্ধনা ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ জেলার ব্লাইন্ড ক্রিকেটাররা অংশ নেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে যশোর ব্লাাইন্ড ক্রিকেট ক্লাব শহরের টাউন হল মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করে। খেলার উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ।
সম্প্রতি বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেটের জাতীয় দল পাকিস্তানে ৪র্থ টি-২০ ব্লাইন্ড ক্রিকেটে অংশ নিয়ে রানার্সআপ হয়। জাতীয় দলে যশোরের কয়েকজন খেলোয়াড় ছিলেন। তাদের সংবর্ধনা ঘিরে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) এর জাতীয় দল মাইকেল মধুসূদন একাদশ ও তরিকুল ইসলাম একাদশ খেলায় অংশ গ্রহণ করেন। এ দুই দলের হয়ে ১০ জেলার ব্লাইন্ড ক্রিকেটাররা মাঠে নামেন।
৭ ওভারের এ প্রীতি ম্যাচে মাইকেল মধুসূদন একাদশ ৭ উইকেটে ৭১ রান করে। এর আগে টসে জিতে তরিকুল ইসলাম একাদশ সব উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে।
অন্ধরা ক্রিকেট খেলছে এটা নিয়ে দর্শকদের মধ্যে ছিল দারুন কৌতুহল। পরে ক্রিকেটারদের বল করা ও খেলা দেখে সবাই মুগ্ধ হন।
এ সময় উপস্থিত ছিলেন বিবিসিসি‘র চেয়ারম্যান মাহবুবুর রহমান, যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সভাপতি ও বিবিবিবি‘র সহ-সভাপতি ফজলে রাব্বি মোপাসা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক শফিকুজ্জামান, এ জেড এম সালেকসহ যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব নেতৃবৃন্দ ও জেলার ক্রীড়া ব্যক্তিত্বরা।
আম্পায়ার হিসেবে খেলাটি পরিচালনা করেন শফিকুল ইসলাম বাবু ও আলমগীর হোসেন।
সারাবাংলা/এসআর
জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল দৃষ্টিহীন ক্রিকেট দল প্রীতি ম্যাচ ব্লাইন্ড ক্রিকেট দল যশোর