Saturday 08 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বিক্ষোভ সমাবেশ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

ঢাকা: গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ি মাঠে ডাকা বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দলে দলে আসছেন। এতে প্রধান অতিথি হিসেবে সারজিস আলমসহ কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত থেপে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে সমাবেশে শুরু হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহত ছাত্ররা। এ হামলায় ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই ঢামেকে।

এই হামলায় প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার দাবি জানান তারা।

অপরদিকে হামলায় আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে রাতেই গাজীপুরে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন তারা।

এদিকে হামলার প্রতিবাদে আজ গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

সারাবাংলা/ইউজে/ইআ

গাজীপুর বিক্ষোভ সমাবেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর