Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনজীরের ফাঁদে পা দিবেন না: জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

কক্সবাজার: সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তার ফাঁদে পা না দিতে পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বক্তব্য প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সকল হত্যাকাণ্ডের বিশেষ করে জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। কারণ, আগে বিচার, পরে অন্য কাজ। বিচার না হলে শহিদদের আত্মা কষ্ট পাবে। শিক্ষার্থীরা ন্যায়বিচারের স্লোগান দিয়েছিল, সেটার বাস্তবায়ন হতে হবে।

বিজ্ঞাপন

কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমেদ আনোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ ও মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ
৩ জানুয়ারি ২০২৬ ২১:৪৩

আরো