Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৬

ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এ সময় মহাসড়কে ফুটবল খেলতে দেখা যায় তাদের।

ইবি থানা ও উপজেলা বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় থানা কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার দাবী, এ থানাটি ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তৎসংলগ্ন এলাকার মানুষের জানমালের নিরাপত্তার জন্য প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করা হলে বিশ্ববিদ্যালয়সহ এ অঞ্চলের আইন-শৃঙ্খলা বিঘ্নিত হবে। তারা থানাটি ইসলামি বিশ্ববিদ্যালয় অথবা এর কাছাকাছি কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশে স্থানান্তরের দাবী জানান।

সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তারা। এ সময় প্রায় তিন ঘণ্টা গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় গেট এলাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে ঘটনাস্থলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ গিয়ে বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ ফেব্রয়ারি সকালে ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবীতে এ মহাসড়ক অবরোধ করে পালটা বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এতে ঝাউদিয়াসহ আশপাশের ৬টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেয়।

ইবি থানা ও উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘২৫ বছর ধরে এই এলাকার মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে এ থানা। সেই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করে এ থানাটি। তবুও ফ্যাসিস্ট সরকারের কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে এই থানাকে সরিয়ে ১৬ কিলোমিটার দূরে দুর্গম ঝাউদিয়ায় নেওয়ার অপচেষ্টা করছে। তাদের চেষ্টা আমরা সফল হতে দিব না। ইবি থানা ইবিতেই থাকবে। সিদ্ধান্ত পরিবর্তন করলে এর চেয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

ইবি থানা স্থানান্তরের প্রতিবাদে দাবি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মহাসড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর