Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিকের সাবেক কাউন্সিলর রেখা আলমসহ গ্রেফতার ১৯

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৩

সাবেক আওয়ামী লীগ নেত্রী ও চসিকের সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী গ্রেফতার।

চট্টগ্রাম ব্যুরো: সাবেক আওয়ামী লীগ নেত্রী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও নগর পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন আরও ১৮ জন, যারা আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, শুক্রবার রাতে নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে রেখা আলম চৌধুরীকে আটক করা হয়। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা আছে কি না- সেটা খতিয়ে দেখা হচ্ছে।

রেখা আলম চৌধুরী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। তিনি নগরীর এনায়েতবাজার, পূর্ব মাদারবাড়ি, পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড নিয়ে গঠিত চসিকের সংরক্ষিত ৮নম্বর ওয়ার্ড থেকে দু’বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

নগর পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টা পর্যন্ত গত ২৪ ঘন্টার অভিযানে নগরীর আকবর শাহ থানায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- মো. রাসু (১৯), মো. সৌরভ (২০) ও জোবায়ের হোসেন রানা (২০)। নগরীর, চকবাজার থানায় ১৭ বছর বয়সী এক শিশুকে গ্রেফতার করা হয়েছে।

নগরীর পাঁচলাইশ থানা পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সহ সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমানকে (২৪) গ্রেফতার করেছে। কোতোয়ালী থানায় পাঁচজন গ্রেফতার হয়েছে। এরা হলেন, তন্ময় সেন শিবু (২৭), এমরান হোসেন মনির (৪৪), জাবেদ উদ্দিন সাজু (৪০), দিলু মিয়া (৩৫) ও রাজিবুর রহমান রুবেল (৩৭)।

বিজ্ঞাপন

সদরঘাট থানায় কামরান উদ্দিন (৩৬) ও হানিফ (৩৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। হালিশহর থানায় কায়েস (২২), বায়েজিদ বোস্তামী থানায় আরিফ হোসেন (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বাকলিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে। এরা হলেন- গাফফার হোসেন (৩৩), আক্তার জালাল বাবু (৩৪) ও মো. সোহেল (৪৮)। কর্ণফুলী থানায় যুবলীগ নেতা রাসেল আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

এদের প্রত্যেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের এক বা একাধিক মামলার আসামি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমপি

গ্রেফতার চট্টগ্রাম সিটি করপেরেশন সাবেক কাউন্সিলর গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর