‘ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ করছে’
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৭ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৩
ঢাকা: শেখ হাসিনাকে ‘ফ্রি হ্যান্ড’ কথা বলার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপরে সরাসরি হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন। চব্বিশের গণঅভ্যুত্থানের ওপর লেখা জিএম রাজিব হোসেনের ‘দ্রোহের গ্রাফিতি’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রুহুল কবীর রিজভী বলেন, ‘ভারত তাকে (শেখ হাসিনা) আশ্রয় দিয়েছে, সেটা দিতে পারে। কিন্তু তাকে ফ্রি হ্যান্ড কথা বলতে দেওয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। পার্শ্ববর্তী দেশে থেকে উনি উসকানি দিচ্ছেন, অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছেন। তাকে সাপোর্ট করছেন ভারতের পলিসিমেকাররা। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ, ভয়ংকর রকমের হস্তক্ষেপ।’
তিনি বলেন, ‘আমার অবাক লাগে যে, ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক সেই একধরনের বয়ান তৈরি করছে, শেখ হাসিনা যেমনটি করেছেন। সেই ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করে এই বয়ান তৈরি করছে। তাতে মনে হচ্ছে যে, অনেক দিনের গুপ্তধন তারা যেটা সঞ্চয় করেছে, সেই ধন যেন হাতছাড়া হয়ে গেছে। আজ গণতন্ত্রের পথরেখা অনুযায়ী গণতন্ত্রের চর্চা-অনুশীলন, গণতান্ত্রিক রাষ্ট্রের যে বিকাশের সম্ভাবনা তৈরি হয়েছে এটা কোনোভাবেই সহ্য করতে পারছে না ভারতের পলিসি মেকাররা।
তিনি আরও বলেন, ‘ভারতের খাপছাড়া টাইপের কিছু মানুষ বলছেন যে, বাংলাদেশ আর থাকবে না। পার্শ্ববর্তী একটি স্বাধীন দেশ সেটা থাকবে না, সেই কথাটা ভারতের নীতিনির্ধারকরা অ্যালাউ করছেন কীভাবে?’ প্রতিবিপ্লবের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আমাদেরও সবাইকে গণতান্ত্রিক শক্তির স্বপক্ষের লোকদেরকে সর্তক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে। মনে রাখতে হবে প্রতিবিপ্লব উঁকিঝুঁকি মারে সবসময়। এই উঁকিঝুঁকি যাতে দিতে না পারে।’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আমরা গণতন্ত্রের রাস্তায় দিয়ে এগিয়ে যাব। আমাদের ইতিহাস-সংস্কৃতি, আবহামান বাংলার যা কিছু আছে, সেটার চর্চা-অনুশীলন এবং সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কখনোই অন্যের হস্তক্ষেপ মেনে নেবে না। এভাবেই এগুতে হবে। আমাদের যে পরিবর্তন এটাকে সংরক্ষণ করতে হবে নানা কাজের মধ্য দিয়ে।’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, ‘আমার দেশ’ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনক হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, লেখক জিএম রাজিব হোসেন প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম
টপ নিউজ বাংলাদেশ বিএনপি ভারত রুহুল কবীর রিজভী সরাসরি হস্তক্ষেপ