Saturday 08 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য ব্যাংককে গেলেন ছাত্র আন্দোলনে আহত রবিউল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২২ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৮

ছাত্র আন্দোলনে স্পাইনে গুলিবিদ্ধ রবিউলকে চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্পাইনে গুলিবিদ্ধ মো. রবিউল হোসাইনকে থাইল্যান্ডের রাজধানী ব‍্যাংককের ভেজদানি হাসপাতালে চিকিৎসার জন‍্য পাঠানো হয়েছে।

শনিবার (৮ ফেব্ররুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রবিউলকে ব্যাংকক পাঠানো হয়। আজ সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

রবিউল হোসাইন স্পাইনে গুলিবিদ্ধ ছিলেন। সিএমএইচে চিকিৎসা করে গুলি বের করা হলে তার কোমরের নিচের অংশ অবস অবস্থায় ছিল। তিনি বসতে ও হাটতে না পারায় স্ট্রেচারে করে তাকে উন্নত চিকিৎসার জন‍্য বিদেশে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তার চিকিৎসা এবং অন্যান্য প্রাসঙ্গিক খরচ (খাবার, থাকার ব্যবস্থা এবং পরিচারকের খরচ) বাবদ ১০ লাখ টাকা তহবিল অনলাইনের মাধ্যমে পাঠানো হবে। দূতাবাস সকল চিকিৎসা প্রক্রিয়া দেখাশোনা করবে, বিল পরিশোধ করবে এবং সকল বিল এবং ভাউচার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাবে। এছাড়া, এই তহবিলে পাঠানো অর্থ অব্যবহৃত থাকলে তা যথাযথভাবে ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে।

 

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

চিকিৎসার জন্য ব্যাংককে ছাত্র আন্দোলনে আহত রবিউল

বিজ্ঞাপন

ডিবি হেফাজতে পুলিশের ৪ কর্মকর্তা
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১১

আরো

সম্পর্কিত খবর