Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবির ২ হলের নাম পরিবর্তন
১৬ জুলাই শহিদ আবু সাঈদ দিবস পালনের সিদ্ধান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ছবি কোলাজ: সারাবাংলা

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহিদ ফেলানী হল’ নতুনভাবে নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, প্রতিবছর ১৬ জুলাই ‘শহিদ আবু সাঈদ’ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

এ সময় উপাচার্য জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই শহিদ আবু সাঈদ দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। উপাচার্য তার বক্তব্যে এই দিবসটি জাতীয় পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পালনের আহবান জানান ।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, ‘জুলাই আন্দোলনে বেরোবির আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সবধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, প্রতিবছর ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহিদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর