Saturday 08 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম ধাপে ৩ ইসরায়েলিকে মুক্তি দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৪ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৬

হামাস জিম্মিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করেন। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের পঞ্চম ধাপে তিনজন ইসরায়েলি বন্দির মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) আলজাজিরা হামাসের মিডিয়া দফতরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি নাগরিকরা হলেন- এলি শারাবি (৫২), ওর লেভি (৩৪) ও ওহাদ বেন আমি (৫৬)।

হামাসের মিডিয়া দফতর জানায়, ১৮৩ জন ফিলিস্তিনিকে ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে স্থানান্তর করা হয়েছিল। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া ১৮৩ ফিলিস্তিনির মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গ্রেফতার হয়েছিলেন ১১১ জন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাতজন বন্দিকে নির্বাসন দেওয়া হবে।

দীর্ঘ সাজাপ্রাপ্ত ২০ জন বন্দি যাদের মূলত গাজা থেকে মুক্তি দেওয়া হবে। অধিকৃত পশ্চিম তীরে ৪২ জন এবং জেরুজালেমে তিনজন বন্দিকে মুক্তি দেওয়া হবে।

মুক্তিপ্রাপ্ত সাতজন ফিলিস্তিনি বন্দিকে রামাল্লায় পৌঁছানোর পর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। সংস্থাটির প্রধান আবদুল্লাহ আল-জাগারি বলেছেন, আজ মুক্তিপ্রাপ্ত সকল বন্দির চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। কারণ গত কয়েক মাস ধরে তাদের উপর যে বর্বরতা চালানো হয়েছে; তার ফলে তাদের চিকিৎসা করতে হয়েছে। সাতজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি হামাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর