ডিবি হেফাজতে পুলিশের ৪ কর্মকর্তা
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১১ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৮
ঢাকা: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ চার পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
অন্য তিন কর্মকর্তা হলেন- পুলিশ সুপার আব্দুল মান্নান, পুলিশ সুপার আবুল হাসনাত এবং পুলিশ সুপার আসাদুজ্জামান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে ডিবি হেফাজতে নেওয়ার তথ্য দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে তাকে সুনির্দিষ্ট কোন অভিযোগে এবং কোথা থেকে আটক করা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।
জানা গেছে, রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আবুল হাসনাতকে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে ঢাকা পাঠানো হয়।
রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে রংপুর মেট্রোপলিটন পুলিশ ঢাকায় পাঠান।
![](https://sarabangla.net/wp-content/uploads/2025/02/3-police-officer.jpg)
অন্য তিন পুলিশ কর্মকর্তা
জানা গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ, বৈষমবিরোধী ছাত্র-আন্দোলনের সময় আবুল হাসনাত বাগেরহাট, আব্দুল মান্নান কুমিল্লা এবং আসাদুজ্জামান নোয়াখালীর পুলিশ সুপার ছিলেন। আন্দোলেনের সময় ছাত্রদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তাদের নামে মামলা রয়েছে।
এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতারা। সেসময় তাদের ওপর হামলা চালানো হয়।
এতে আহত হন ১৫ জন। এরমধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।
এরপর শনিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশে যান বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তিনি হামলায় জড়িতদের গ্রেফতার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেন।
গাজীপুরে হামলার ঘটনার প্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি মিটিং হয়। সেই মিটিংয়ে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের সিদ্ধান্ত হয়। আজ রাত থেকেই গাজীপুরসহ সারাদেশে অভিযান শুরু হবে।
সারাবাংলা/ইউজে/এইচআই