গাজীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১০
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন
কুষ্টিয়া: গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের রাজারহাট মোড়ে জড়ো হয়ে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। এতে দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে অবস্থান কর্মসূচিস্থলে এসে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নার্থ আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। পালিয়ে যাওয়ার পরও ভারতে বসে ছাত্রদের ওপর গুম-খুন ও হামলার নির্দেশ দিচ্ছে। ছাত্রদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট করতে হবে।’
তারা আরও বলেন, ‘৬ মাস পরেও আওয়ামী লীগের বিচারে দৃশ্যমান পদক্ষেপ নেই। ছাত্র-জনতার জানমালের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। এ ছাড়াও গতকাল গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কুষ্টিয়ার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ জাতীয় নাগরিক কমিটির নেতারা অংশ নেয়।
সারাবাংলা/এইচআই