বইমেলায় অলীন বাসারের নতুন বই ‘ধর্মব্যাধি’
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৩
ঢাকা: বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে বড় উৎসব অমর একুশে বইমেলা। বাংলা ভাষার দাবিতে যেমন তরুণরাই ছিলেন সর্বাগ্রে তেমনি বাংলা ভাষার সবচেয়ে বড় এই বই উৎসবে অংশগ্রহণের দিক থেকে তারা কম এগিয়ে নন। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে গল্প লিখেছেন অলীন বাসার। তার নতুন ‘ধর্মব্যাধি’ বইয়ে স্থান পেয়েছে এমন গল্প।
বইটিতে সমাজের অসঙ্গতিগুলো উপস্থাপন করা হয়েছে সুন্দরভাবে। কিছুটা মজা করে। ছোট ছোট বাক্যে। কল্পনা আর বাস্তবতার মিশ্রণ আছে এতে। ধর্মব্যাধি বইয়ে মোট ১৭টি গল্প রয়েছে। প্রতিটি গল্পে আছে নতুনত্ব। একটার সঙ্গে আর একটার মিল নেই। সবই এই সমাজের চিত্র। দৈনন্দিন জীবন যাপনে আমরা যা করতে চাই না, কিন্তু অহরহ করতেই থাকি, সেগুলোই বলার চেষ্টা করা হয়েছে গল্পগুলোতে।
ছোট বয়সেই ছোটদের মনস্তাত্ত্বিক বিকাশে অলীন বাসারের লেখা উৎসাহ যুগিয়েছে। তার আগের গল্পগুলোর প্রতিপাদ্য ছিল ‘ভয় নয় আনন্দ’। ভূত নিয়ে গল্প লিখলেও বাচ্চাদেরকে সে ভয় দেখায়নি। বরং আনন্দ দিয়েছে। ভূত ভয় না দেখিয়ে বন্ধু হয়ে উপকার করেছে। তার রূপকথার গল্পগুলোও ছিল ভিন্ন ধরনের। এখন সব বয়সী মানুষের জন্য লিখছেন অলীন।
২০১৫ সালে প্রথম বই প্রকাশ হয় অলীন বাসারের। শিশু-কিশোর ছাপিয়ে সকল পাঠকের জন্য এবার অলীন লিখেছেন ধর্মব্যাধি। বইটি বিশ্ব সাহিত্য ভবন থেকে প্রকাশিত হয়েছে। এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বইটি। নাফিস ইফতেখারের প্রচ্ছদ করা বইটির দাম দুইশ টাকা। উপন্যাস, গল্প সংকলনসহ এপর্যন্ত তার ১৪টি বই প্রকাশ হয়েছে।
সারাবাংলা/জেআর/পিটিএম