Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৪ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২০

রাদিয়া ইসলাম প্রিয়ার মৃত্যুতে সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাদিয়া ইসলাম প্রিয়া (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

রাদিয়া ইসলাম প্রিয়া শহরের বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে। সে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, কোচিং ক্লাস শেষে অটোরিকশায় বাসায় ফিরছিল রাদিয়া। এ সময় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে যায়। সহপাঠিরা অচেতন অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

পটুয়াখালী শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর