Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
রিয়াল-অ্যাটলেটিকোর ড্রয়ে জমে উঠল শিরোপা লড়াই

স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৩

ড্র হয়েছে মাদ্রিদ ডার্বি

লা লিগার শিরোপা দৌড়ে চলছে জমজমাট লড়াই। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ও দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের মাঝে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ১। এবারের মাদ্রিদ ডার্বি তাই ছিল মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জিততে পারল না কেউই। বিতর্কিত এক পেনাল্টিতে পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপের গোলে অ্যাটলেটিকোর বিপক্ষে ১-১ এ ড্র করে শীর্ষেই রইল রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের ১৪ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন জুড বেলিংহাম। ৩৩ মিনিটে রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে পেনাল্টি পায় অ্যাটলেটিকো। বক্সের ভেতর লিনোকে ফাউল করেন চুয়ামেনি, ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রেফারির এই সিদ্ধান্তে অবশ্য একেবারেই সন্তুষ্ট ছিলেন না রিয়াল ফুটবলাররা।

বিজ্ঞাপন

অনেক বাকবিতণ্ডার পর পেনাল্টি নিতে এগিয়ে আসেন হুলিয়ান আলভারেজ। পেনাল্টি থেকে ‘পানেনকা কিকে’ দলকে এগিয়ে দেন এই আর্জেন্টাইন। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় অ্যাটলেটিকো।

হাফ টাইমের পরপরই ম্যাচে ফেরে রিয়াল। ৫০ মিনিটের মাথায় বেলিংহামের শট কিপার ঠেকিয়ে দিলেও ফিরে আসা বলে গোল করতে ভুল করেননি এমবাপে। ৫২ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন এমবাপে, তার শট পোস্টে লেগে ফিরে আসে। ৫৭ মিনিটে বেলিংহামের শট দারুণভাবে ঠেকিয়ে দেন অবলাক।

শেষ পর্যন্ত ম্যাচে আর এগিয়ে যেতে পারেনি দুই দলের কেউই। ১-১ গোলে ড্রয়েই শেষ হয় মাদ্রিদ ডার্বি। এই ড্রয়ে ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল রিয়াল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

নরসিংদীতে মিল শ্রমিকের মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৬

পুলিশ একাডেমি থেকে এসপি ইমন আটক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩

আরো

সম্পর্কিত খবর