সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু
২২ ডিসেম্বর ২০১৭ ০০:১০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ০০:১৪
মেডিকেল করেসপন্ডেন্ট
ঢাকা:রাজধানীর তুরাগের ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজের সামনে কাভার্ড ভ্যানের চাপায় মা ও মেয়ে মারা গেছে।
বৃহস্পতিবার (২১ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মা জেসমিন আক্তার (৪০) ও মেয়ে সাবা আক্তার (১২)।
তুরাগ থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান সারাবাংলাকে জানান, তাদের বাড়ি আশুলিয়া এলাকায়। বিকালে মা ও মেয়ে আশুলিয়া থেকে লেগুনায় করে তুরাগ এলাকায় আত্মীয়ের বাসায় আসে।
বিকালে তুরাগ ইষ্ট ওয়েষ্ট মেডিকেলের সামনে লেগুনা থেকে নামলে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলেই মারা যায় মা-মেয়ে।
পুলিশ জানায়, মৃতের স্বজনদের আবেদনে মা মেয়ের মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এসআর/জেডএফ