চ্যাম্পিয়নস ট্রফি
নরকিয়ার বদলি হিসেবে যাকে দলে নিল দক্ষিণ আফ্রিকা
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৫ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৭
চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন তিনি। তবে ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর একমাস আগেই স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা পেসার এনরিখ নরকিয়া। টুর্নামেন্ট শুরুর ১০দিন আগে নরকিয়ার বদলি হিসেবে এবার অলরাউন্ডার কোরবিন বসকে দলে নিল প্রোটিয়ারা।
ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে ছিলেন নরকিয়া। প্রায় দেড় বছর পর সুস্থ হয়ে ফিরেছিলেন ঘরোয়া ক্রিকেটে। সেই সুবাদে জায়গা করে নিয়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডেও। কিন্তু পিঠের সমস্যার কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্নটা পূরণ হয়নি তার।
নরকিয়ার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বোলিং অলরাউন্ডার বসকে। ৩০ বছর বয়সী বসের ওয়ানডে অভিষেক হয় গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার জন্যই মূলত দলে জায়গা করে নিয়েছেন তিনি। বসের সাথে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকছেন কোয়েনা মপাখা।
২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
সারাবাংলা/এফএম