ঢাকা: চট্টগ্রাম শহরকে পর্যায়ক্রমে স্যানিটেশন ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী ক্যাচমেন্ট স্যানিটেশন’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭৯৭ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯০৫ কোটি ৮ লাখ ৭ হাজার টাকা, ওয়াসার নিজস্ব তহবিল থেকে ২০ কোটি টাকা, এএফডির ঋণ আরপিএল থেকে ৬ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকা এবং ডিপিএল ঋণ সহায়তা থেকে এক হাজার ৮৬৫ কোটি ৬০ লাখ ৪৩ হাজার টাকা ব্যয় করা হবে।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।
চলতি বছর থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম ওয়াসা।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সূচনা এবং ক্রমান্বয়ে সকল নগরবাসীকে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আনার জন্য মহানগরীর পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা প্রবর্তনে ২০১৭ সালে চট্টগ্রাম ওয়াসা থেকে স্যানিটেশন মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। এতে আগামী ৩০ বছরের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ওয়েন্ট ওয়াটার সংগ্রহ ও পরিশোধন অবকাঠামো খাতে বিনিয়োগ চিহ্নিত করা হয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়নের সুপারিশ রয়েছে। প্রণীত মাস্টার প্ল্যানে পুরো মহানগরীকে ৬টি ক্যাচমেন্ট এলাকায় ভাগ করে প্রতিটি ক্যাচমেন্ট এলাকার পয়ঃবর্জ্য পরিশোধনে ১টি পয়ঃশোধনাগার (এসটিপি) এবং পুরো শহরের জন্য ২টি ফিক্যাল স্লাজ শোধনাগার স্থাপনের সুপারিশ করা হয়।
প্রস্তাবিত ৬টি ক্যাচমেন্ট এলাকার মধ্যে উত্তর কাট্টলী ক্যাচমেন্ট (ক্যাচমেন্ট-৫) এলাকার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ফ্রান্স ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা এজেন্স ফ্রান্সিস ডি ডেভলপমেন্ট (এএফডি) চিটাগাং মেট্রোপলিটন স্যানিটেশন প্রজেক্ট ফর নর্থ ক্যাটলি ক্যাচমেন্ট প্রকল্পে অর্থায়নের জন্য আগ্রহ প্রকাশ করে। সম্ভাব্যতা সমীক্ষার উপর ভিত্তি করে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এবং স্যুয়ারেজ লাইন ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের জন্য এ প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।
প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে- একটি ৫০ হাজার ঘনমিটার ক্ষমতাসম্পন্ন পয়ঃশোধনাগার নির্মাণ, ৯৮ কিলোমিটার ওয়েস্ট ওয়াটার নেটওয়ার্ক, ৮ হাজার ১০০টি গৃহ সংযোগ এবং অনসাইট স্যানিটেশন এবং ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট নির্মাণ করা হবে।
এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এমএ আকমল হোসেন আজাদ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরের উত্তর কাট্টলী ও পার্শ্ববর্তী এলাকার প্রায় তিন লাখ জনগণকে উন্নত স্যানিটেশন সেবার আওতায় আনা সম্ভব হবে। এছাড়া চট্টগ্রাম ওয়াসার স্যানিটেশন মাস্টার প্ল্যানের ভিত্তিতে উত্তর কাট্টলী ক্যাচমেন্ট (ক্যাচমেন্ট-৫) এলাকার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণসহ সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের জন্য প্রকল্প এলাকা নির্বাচন করা হয়েছে।