এনআইডি তথ্য ফাঁস: রাষ্ট্রায়ত্ত চার দফতরসহ ৫ প্রতিষ্ঠানকে শোকজ
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২
ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা গ্রহণ করে এমন পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে এনআইডি’র তথ্য ফাঁস করেছে। প্রাথমিক তদন্তে এর প্রমাণ পেয়েছে কমিশন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হলো, স্বাস্থ্য অধিদফতর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মহিলা বিষয়ক অধিদফতর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস।
সচিব বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায়, না ইচ্ছাকৃতভাবে এটা হয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ স্বপ্রণোদিতভাবে এটা করে থাকে, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ।
তিনি জানান, তথ্য যার জন্য যতটুকু প্রয়োজন, তিনি ততটুকু তথ্য নেবেন এবং তিনি তার গ্রাহকদের সন্তুষ্ট করবেন। কী করে এসব তথ্য ফাঁস বা পাচার হয়েছে এগুলো টেকনিক্যাল বিষয়। এগুলো যাচাই-বাছাই করা হবে।
তিনি বলেন, একেক জনের চাহিদা একেক রকম। বাংলাদেশ পুলিশের যে ধরণের তথ্য দরকার, পাসপোর্টে হয়তো সে ধরণের তথ্য নেই, আবার ভূমি মন্ত্রণালয়ের অন্যরকম তথ্য প্রয়োজন। কাজেই ভেরিফিকেশনের একটি স্বাভাবিক প্লাটফর্ম হচ্ছে। আমাদের জানাবেন এই তথ্যগুলো সঠিক আছে কিনা, আমরা বলবো হ্যা বা না। এর বাইরেও যদি তথ্য প্রয়োজন হয় সেগুলো নিয়ে আরও আলোচনা হবে। আজকে আলোচনাটা শুরু হলো।
সচিব আরও বলেন, এনআইডি অনুবিভাগ থেকে ১৮২টি প্রতিষ্ঠান এই সেবা নেয়। তথ্য ব্যবহারের ক্ষেত্রে একটা সীমা রাখা উচিৎ। সব খোলা রেখে চোরকে দোষ দেওয়া যাবে না। তাই সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।
সারাবাংলা/এনএল/এনজে