Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাসজমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪

কুড়িগ্রাম: কু‌ড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাসজমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মো. বেলাল হোসেন (৫২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ খাস জমি নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল। ওই জমি নিয়ে কয়েক‌দিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালে দুই পক্ষ খাস জমি দখলের চেষ্টা করলে সংঘ‌র্ষ বাধে। সংঘর্ষে আব্দুল হাকিম পক্ষের বেলাল হোসেন গুরুতর আহত হলে তাকে হাসপাতাল নেওয়ার পথে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, সরকারি ২০ শতাংশ খাস জমি নিয়ে প্রতি বছর আব্দুল জব্বার ও আব্দুল হাকিম পক্ষের সং‌ঘর্ষ হয়। আজও খাস জমি দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, নিহত বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তু‌তি চলছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

কুড়িগ্রাম খাসজমি নিয়ে বিরোধ রাজারহাট সংঘর্ষে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর