Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় এলো ‘ভরসা পণ্ডিতের সাহিত্যকর্ম’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৮

সাহিত্যিক মঞ্জুর-উল-আলম চৌধুরী সম্পাদনায় এলো ‘ভরসা পণ্ডিতের সাহিত্যকর্ম’

ঢাকা: অমর একুশে বইমেলায় এলো প্রায় শত বছরের পুরাতন পাণ্ডুলিপি থেকে নির্বাচিত সাহিত্য সংকলন ‘ভরসা পণ্ডিতের সাহিত্যকর্ম’। বইটি গবেষণা ও সম্পাদনা করেছেন সাহিত্যিক মঞ্জুর-উল-আলম চৌধুরী।

বিশ শতকের একজন নিভৃতচারী সাহিত্যিকের ত্রিশ থেকে আশির দশকে রচিত সাহিত্য সংকলন থেকে সম্পাদনা করা হয়েছে ‘ভরসা পণ্ডিতের সাহিত্যকর্ম’। ভরসা পণ্ডিতের জন্ম ১৮৯৫ সালে রংপুর জেলার মিঠাপুকুর থানার রাণীপুকুর ইউনিয়নের রাণীপুকুর গ্রামে। পেশায় শিক্ষক হওয়ায় তিনি শিক্ষার প্রসার আর সমাজ সংস্কারের পাশাপাশি জীবনভর নিভৃতে লিখে গেছেন অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও দিনপঞ্জি।

বিজ্ঞাপন

বইটি প্রসঙ্গে গবেষক ও সম্পাদক মঞ্জুর উল আলম চৌধুরী বলেন, ‘পরিতাপের বিষয় ভরসা পণ্ডিতের অধিকাংশ লেখা হারিয়ে গেছে, নয়তো বেহাত হয়ে গেছে। ভরসা পণ্ডিত আমার নানা। তিনি ১৯৮২ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর প্রায় ১৪ বছর পর ১৯৯৬ সালে তার বাড়ি থেকে উদ্ধার করি বেশকিছু পাণ্ডুলিপি। সরকারি চাকুরির ব্যস্ততার কারণে এতদিন বইটি প্রকাশ করা সম্ভব হয়নি। তাই অবসরে আসার পর সর্বপ্রথম বইটি প্রকাশের কাজে হাত দিই।’

তিনি জানান, উদ্ধারকৃত পাণ্ডুলিপির নির্বাচিত কিছু অংশের পাঠোদ্ধার করে রইছ-জোবেদা ফাউণ্ডেশনের ব্যানারে প্রকাশ করা হয়েছে বইটি। এতে স্থান পেয়েছে ভরসা পণ্ডিত রচিত তৎকালীন সমাজ (ত্রিশ থেকে আশির দশক পর্যন্ত) নির্ভর গল্প, উপন্যাসিকা, প্রবন্ধ ও কবিতা।

২২৪ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে অমরাবতী প্রকাশনী। অমর একুশে বইমেলায় ২৮৪ নম্বর স্টলে (অমরাবতী) বইটি পাওয়া যাচ্ছে। এর বাইরেও বইটি কারও সংগ্রহ করার আগ্রহ থাকলে সম্পাদক বা প্রকাশকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

বইমেলা ২০২৫ ভরসা পণ্ডিতের সাহিত্যকর্ম মঞ্জুর-উল-আলম চৌধুরী

বিজ্ঞাপন

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৯

অপারেশন ডেভিল হান্ট: ময়মনসিংহে আটক ১০
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪১

আরো

সম্পর্কিত খবর