Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে ৯ দফা দাবি স্কপের

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২০

ঢাকা: জাতীয় ন্যূনতম মজুরী নির্ধারণে স্থায়ী মজুরি কমিশন গঠন এবং শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল করে আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারার আলোকে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ ৯ দফা দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

সোমবার (১০ ফেব্রুয়ারী ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্কপ আয়োজিত কনভেনশনে শ্রমিক নেতারা এ দাবি জানান।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে- কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিহত হলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান, আহতদের ক্ষতিপূরণ প্রদান, চিকিৎসা, পুনর্বাসন, সুলভ মূল্যে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা করা, শ্রমিকদের আবাসন, চিকিৎসা, পেনশনের ব্যবস্থা করা ইত্যাদি।
কনভেনশন থেকে দাবি আদায়ের লক্ষ্যে একাধিক কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে- ২৫ ফেব্রুয়ারী দেশব্যাপী দাবি দিবস পালন এবং সমাবেশ ও মিছিলের মধ্যে দিয়ে কনভেনশন থেকে গৃহীত দাবিনামা শ্রম উপদেষ্টা বরাবর প্রেরণ এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম উপদেষ্টা বরাবর দাবিনামা পেশ। দাবিনামা পেশের একমাসের মধ্যে দাবি পূরণে অগ্রগতি দৃশ্যমান না হলে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচী পালন করা হবে। এছাড়া ঈদের ৭ দিন পূর্বে সকল ক্ষেত্রে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে আগামী ১৬ মার্চ সমাবেশ ও মিছিল।

কনভেনশনে শ্রমিক নেতারা বলেন, স্বাধীনতার ৫২ বছরে দেশের সকল উন্নয়ন ও অগ্রগতির সাথে যুক্ত হয়ে আছে বাংলাদেশের শ্রমজীবী মানুষের শ্রম। কিন্তু দেশে ও বিদেশে কর্মরত শ্রমিকের শ্রমে ঘামে দেশের উন্নয়ন হলেও তারা বঞ্চিত তাদের অধিকার ও মর্যাদা থেকে। ফলে বঞ্চনা থেকে মুক্তির আশায় তারা বারবার নেমে আসে আন্দোলনের পথে। সে কারণে এ যাবতকালে সংগঠিত প্রতিটি গণআন্দোলনে সামনের কাতারে থেকেছে শ্রমিক শ্রেণী। তারা জীবন দিয়েছে, নির্যাতন ভোগ করেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে, সকল খাতের শ্রমিকদের বিপুল অংশগ্রহণে আন্দোলনে বিজয় অর্জিত হলেও শেষ পর্যন্ত বঞ্চিত থাকে শ্রমজীবীরাই।

বিজ্ঞাপন

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বপ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মোঃ জাফর, আব্দুল কাদের হাওলাদার, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, বাদল খান, নইমুল আহসান জুয়েল, সাকিল আক্তার চৌধুরী, শামীম আরা, আহসান হাবিব বুলবুল, ফয়েজ আহমেদ, নুরুল আমিন, আবুল কালাম আজাদ, মেহেদি খান, এনায়েত হোসেন আকন্দ, রজত বিশ্বাস, মোসাররফ হোসেন, কামরূল হাসানসহ স্কপ জেলা ও সেক্টরাল ফেডারেশন, জাতীয় ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে মফিজুল ইসলাম মোহন, রফিকুল ইসলাম, আবুল বাসার কহিনুর মাহমুদ, শাহ আলম,খলিলুর রহমান, মোহাম্মদ হেলাল, তোফাজ্জেল হোসেন, সেলিম মাহমুদ, খালেকুজ্জামান লিপন, এস.এম.কাদির, রাহাত আহমেদ, আনোয়ার হোসেন মোসাম্মৎ ডলি, আবু সুফিয়ানসহ ৩৫ জন সেক্টরাল এবং বেসিক ইউনিয়নের নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/আরএস

শ্রমিক অধিকার শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ

বিজ্ঞাপন

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর