Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী বছর মূল্যস্ফীতির হার কমে ৫%-এ নেমে আসবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬

মূল্যস্ফীতি

ঢাকা: আগামী বছরে মূল্যস্ফীতির হার কমে ৫ শতাংশে নেমে আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একসঙ্গে জুন নাগাদ তা ৭ থেকে ৮ শতাংশে নামানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) চলতি ২০২৪-২৫ অর্থবছরের শেষ ছয় মাসের জন্য নতুন মুদ্রানীতির ওপর এক প্রেজেন্টেশন প্রদানকালে এমন আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান।

তিনি বলেন, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার কমানোর আশা করেছিলো। তবে রেপো রেট হিসেবে পরিচিত নীতি সুদহার ১০ শতাংশই রাখা হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারি ধরে মূল্যস্ফীতির হার নিম্নগামী থাকায় বাংলাদেশ ব্যাংকও সে নীতি সুদহার আরও বাড়িয়ে টাকার জোগানকে আর ব্যয়বহুল করতে চায়নি, রেপো অপরিবর্তিত রাখার ঘটনাই তা উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) অনুযায়ী, এর মূল লক্ষ্যগুলো হচ্ছে- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রাবাজারকে স্থিতিশীল করা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো এবং ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোয় ক্রমবর্ধমান খেলাপি ঋণ পরিস্থিতির সমাধান করা।

মুদ্রানীতি অনুযায়ী, অর্থবছরের শেষ ছয় মাসে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) রেট ১১ দশমিক ৫ শতাংশ থাকবে, অন্যদিকে সাড়ে ৮ শতাংশ থাকছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট। তবে বাংলাদেশ অর্থনীতির জন্য বেশকিছু ঝুঁকির কথাও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যার মধ্যে বিভিন্ন আঞ্চলিক সংঘাতের প্রভাব, আর্থিক বাজারের অস্থিতিশীলতার কথা বলা হয়েছে, যা বৈদেশিক ঋণ বাজারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বড় অর্থনীতিগুলোর সংরক্ষণবাদী বাণিজ্য নীতির কারণেও ঝুঁকি রয়েছে।

বিজ্ঞাপন

দৃঢ় নীতিগত অবস্থান ও প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে নিকট ভবিষ্যতে মূল্যস্ফীতির হার কমানো যাবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুনের মধ্যেই তা ৭ থেকে ৮ শতাংশের পর্যায়ে নামিয়ে আনাও সম্ভব হতে পারে বলে মুদ্রানীতি বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে চলতি অর্থবছরের শেষ ছয় মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। আগামী জুন পর্যন্ত সময়ের জন্য বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৩ শতাংশ। সেই হিসাবে, অর্থবছরের শেষ ছয় মাসের জন্য বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আড়াই শতাংশ পয়েন্ট বাড়ানো হয়েছে।

সারাবাংলা/জিএস/এনজে

কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি

বিজ্ঞাপন

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর