ই-ক্যাব নির্বাচন ৩ মে
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৭
ঢাকা: দেশের ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন আগামী ৩ মে অনুষ্ঠিত হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী সারাবাংলাকে তিনি এ তথ্য জানান। রোববার (৯ ফেব্রুয়ারি) ই-ক্যাব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
ই-ক্যাব প্রশাসক সারাবাংলাকে বলেন, ‘গেল সেপ্টেম্বরে আমাকে প্রশাসক হিসাবে নিযুক্ত করেছে সরকার। গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মে ই-ক্যাব নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে আমরা নির্বাচন বোর্ড, আপলি বোর্ড গঠন করেছি। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটাররা তাদের তথ্য হালনাগাদ করতে পারবেন। হয়তো দু একদিন সময় বাড়ানো হতে পারে। তথ্য হালনাগাদ হলেই চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ হয়ে যাবে। নির্বাচন আয়োজনে আমাদের সবধরনের প্রস্তুতি এগিয়ে চলছে।’
নিবার্চনে কার্যনির্বাহী পরিষদের ১১টি পদে সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। তফসিল অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সদস্যপদ নবায়ন ও প্রাথমিক ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করা যাবে। যাচাই-বাছাই শেষে ১৩ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৫ মার্চ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম শুরু হবে এবং ৯ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের দায়িত্বে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান (চেয়ারম্যান) এবং সদস্য হিসেবে মো. হাফিজ-আল-আসাদ ও শাহাদাৎ হোসেন।
প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত ১৩ আগস্ট ই-ক্যাবের সভাপতি শমী কায়সার পদত্যাগ করেন। এরপর কার্যনির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যরাও পদত্যাগ করেন, ফলে সংগঠনের কার্যক্রম চালানোর জন্য সরকার ১১ সেপ্টেম্বর প্রশাসক নিয়োগ দেয়। তখন বলা হয়েছিল, প্রশাসক ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবেন। তবে সেই সময় পেরিয়ে গেলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
সারাবাংলা/ইএইচটি/এইচআই