বইমেলায় বিদেশি পাঠক, খুঁজছেন জুলাই অভ্যুত্থান নিয়ে বই
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৫
হাতে গোনা কিছু প্রকাশনা স্টলে ইংলিশ ভার্সনের বই রয়েছে, সেখানেই বিদেশি পাঠকদের আনাগোনা। ছবি: সারাবাংলা
ঢাকা: একুশে ফেব্রুয়ারি ও বইমেলা এখন আর শুধু বাঙালির নয়, সারা বিশ্বের। বাংলা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে জানতে আগ্রহী সারাবিশ্ব। আর তাই বই ভালোবাসেন ও বাংলার ইতিহাস জানতে চান- এমন বিদেশিদের আগমন দেখা যায় ‘অমর একুশে বইমেলা’ প্রাঙ্গণে।
মেলা ঘুরে দেখা গেছে, হাতে গোনা কিছু প্রকাশনা স্টলে ইংলিশ ভার্সনের বই রয়েছে। এর মধ্যে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশনা অন্যতম। তাই সেখানে বিদেশিদের উপস্থিতি দেখা যায়। ইউপিএল ১৯৭৪ সাল থেকে যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানসহ বিদেশি প্রকাশকদের বই বাংলাদেশে পরিবেশন করে। এছাড়া বাংলা একাডেমি থেকেও বেশ কিছু ইংলিশ ভার্সনের বই এসেছে মেলায়। আর এই দুই স্টলেই বিদেশি দর্শনার্থীদের উপস্থিতি বেশি ছিল।
যুক্তরাজ্যের মার্কল এসেছিলেন আজকের বইমেলায়। সারাবাংলাকে তিনি বলেন, ‘নতুন তথ্য নিয়ে ইতিহাস সম্বলিত বই খুঁজছি। অনেক স্টুডেন্ট লড়াই করেছে। অনেকে মারা গেছে। তাদের সবার সম্পর্কে আমি জানতে চাই। তবে, আমি এখানে রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনী সম্পর্কিত বই পেয়েছি বেশি। ৭১’ এর মুক্তিযুদ্ধের কিছু বই আছে। এত ছাত্ররা মারা গেল। তাদের নিয়ে ইংরেজিতে লেখা বই পাইনি। এই বইগুলো পেলে কিনব।’
![বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের লেখা বইও কিনছেন অনেক বিদেশি পাঠক। ছবি: সারাবাংলা](https://sarabangla.net/wp-content/uploads/2025/02/Book_fair-1-1.jpg)
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের লেখা বইও কিনছেন অনেক বিদেশি পাঠক। ছবি: সারাবাংলা
ফ্রান্স থেকে বাংলাদেশ ভ্রমণে এসেছেন বারনল। জানালেন তিনি পেশায় একজন ব্যবসায়ী। বই পড়তে ভালোবাসেন। সাংরাবাংলাকে বারনল বলেন, ‘এটাই আমার প্রথম বাংলাদেশ ভ্রমণ। আমি খুব ভাগ্যবান যে, আমি ফেব্রুয়ারিতে এই ভ্রমণটা করতে পেরেছি। আমার এক বাংলাদেশি বন্ধুর মাধ্যমে আমি ফেব্রুয়ারি বইমেলা সম্পর্কে জেনে এখানে আসার আগ্রহ প্রকাশ করেছি।’
বারনল আরও বলেন, ‘এতগুলো বইয়ের স্টল দেখে আমি মুগ্ধ হয়েছি। এক জায়গায় এত বই পাওয়া যায়। এটা আমাকে অবাক করেছে! বাংলাদেশের রাজনীতি ও নতুন তথ্য আছে, এমন বই কিনব পড়ার জন্য। আমি তো বাংলা পড়তে পারি না। তাই আমাকে ইংরেজি বই কিনতে হবে। কিন্তু এখানে ইংরেজি বইয়ের সংখ্যা কম। আমি এখন পর্যন্ত মাত্র দু’টি বই কিনেছি। আরও পছন্দ হলে কিনব।’
![বিদেশি পাঠকরা জুলাই অভ্যুত্থানের ইতিহাস নিয়ে লেখা বই খুঁজেছেন। ছবি: সারাবাংলা](https://sarabangla.net/wp-content/uploads/2025/02/Book_fair-2-1.jpg)
বিদেশি পাঠকরা জুলাই অভ্যুত্থানের ইতিহাস নিয়ে লেখা বই খুঁজেছেন। ছবি: সারাবাংলা
এ প্রসঙ্গে ইউপিএল প্রকাশনা স্টলের একজন বিক্রেতা সারাবাংলার এই প্রতিবেদককে বলেন, ‘আমাদের স্টলে বেশ কয়েকজন বিদেশি বই কিনতে এসেছেন। বইও কিনেছেন। পূর্বের অভিজ্ঞতা থেকে দেখছি যে, রোববার আর সোমবার বিদেশি পাঠকরা মেলায় বেশি আসেন। এই পাঠকরা সাধারণত, মুক্তিযুদ্ধের বই কেনেন। কেউ কেউ আবার কেনেন ভ্রমণের বই। তবে এবার অধিকাংশ বিদেশিই জুলাই অভ্যুত্থানের ইতিহাস নিয়ে লেখা বই খুঁজেছেন। আবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের লেখা বইও কিনছেন অনেকে। এমনকি তার জীবনী সম্বলিত বইগুলোও কিনছেন বিদেশি পাঠকরা।’
সব মিলিয়ে বলা যায়, বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’ এখন আর শুধু দেশেই সীমাবদ্ধ নেই। এর ব্যাপকতা এখন বিস্তৃত পুরো বিশ্বের বইপ্রেমীদের কাছেও।
সারাবাংলা/এফএন/পিটিএম