Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীন বাংলা দলের ফুটবলারদের ভাতা বাড়ল প্রায় ৭ গুণ

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫১

ভাতা বাড়ল স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলার জন্য গঠিত হয়েছিল এই ঐতিহাসিক দলটি। বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে যাওয়া স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা এতদিন পেতেন নামমাত্র ভাতা। এবার তাদের ভাতা বাড়ানো হলো প্রায় ৭ গুণ। এখন থেকে প্রতি মাসে ৩ হাজারের বদলে প্রত্যেক সদস্য পাবেন ২০ হাজার টাকা।

২২ বছর আগে থেকে প্রতি মাসে ভাতা দেওয়া হয় স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের। দীর্ঘদিন ধরেই নামমাত্র এই ভাতা পেতেন কাজী সালাউদ্দিনরা। প্রায় দুই যুগ পর এবার বদলে যাচ্ছে তাদের ভাতার পরিমাণ। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, পুরনো কাঠামো আর থাকছে না। এখন থেকে নতুন কাঠামোতে বাড়তি ভাতা পাবেন এই দলের সদস্যরা।

বিজ্ঞাপন

আগে প্রতি মাসে মাত্র ৩ হাজার টাকা ভাতা পেতেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। এখন থেকে তারা প্রত্যেকে পাবেন ২০ হাজার টাকা। ২০২৫ সালের জানুয়ারি থেকেই কার্যকর করা হবে নতুন ভাতার কাঠামো।

এই মুহূর্তে স্বাধীন বাংলা ফুটবল দলের জীবিত সদস্যের সংখ্যা ১৯। শুধুমাত্র জীবিত সদস্যরাই পাবেন এই ভাতা।

সারাবাংলা/এফএম

ভাতা স্বাধীন বাংলা ফুটবল দল

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর