Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ১০ দিন পর ট্রলার চালকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৮

ট্রলার চালকের মরদেহ উদ্ধার। ছবি: সারাবাংলা

বরিশাল: নিখোঁজের ১০ দিন পর বরিশালের বাবুগঞ্জে ট্রলার চালক মাহাবুবুল ইসলামের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সন্ধ্যা-সুগন্ধা-আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে।

নিহত মাহাবুবুল ইসলাম পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের সেকান্দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাবুগঞ্জের রাহুতকাঠী-শিকারপুর খেয়াঘাটে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাবুগঞ্জের একাধিক স্থানে অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর গ্রেফতার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী বিকেলে সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে পুলিশ অভিযান চালিয়ে ট্রলার চালক মাহাবুবুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এর আগে গত ৩১ জানুয়ারি রাতে বাবুগঞ্জের সন্ধ্যা নদীতে ট্রলারসহ চালক মাহাবুবুল ইসলাম অপহরণের শিকার হন। পরদিন ১ ফেব্রুয়ারি বাবুগঞ্জ থানায় একটি মামলা করেন মাহাবুবুল ইসলামের বড় ভাই জামাল। তিনি জনান, গত ৩১ জানুয়ারি রাত ১১টার দিকে সন্ধ্যা নদী পার হওয়ার জন্য যাত্রী বেশে ৫-৬ জন দুর্বৃত্ত ট্রলারে উঠেন। এরপর থেকে আমার ভাই মাহাবুবুল ইসলাম নিখোঁজ ছিলেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যার শিকার মাহাবুবুলের আপন ভাতিজাসহ ইতোমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এমপি

ট্রলার চালক নিখোঁজ মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর