Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে দ্বিতীয় রাউন্ডের পথে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৪

শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়

চ্যাম্পিয়নস লিগে এমন রূপকথার গল্প বহুবার লিখেছেন তারা। এই টুর্নামেন্টে হারতে হারতে জিতে যাওয়া যেন রিয়াল মাদ্রিদের স্বভাবেই পরিণত হয়েছে। গত রাতে ইতিহাদেও ফুটবল বিশ্ব দেখল সেই একই রূপকথা। প্লে-অফের প্রথম লেগে ৮০ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে রিয়াল। ৩-২ গোলের এই জয়ে দ্বিতীয় রাউন্ডের পথে একধাপ এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

নতুন ফরম্যাটে হওয়া এবারের আসরের প্লে-অফের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ছিল এটাই। নিজেদের মাঠে রিয়ালকে আতিথেয়তা দিয়েছিল সিটি। ম্যাচের ১৯ মিনিটের মাথায় লিড নেয় স্বাগতিকরা। গাভারডিওলের অ্যাসিস্টে আরলিং হালান্ডের দুর্দান্ত এক গোলে ইতিহাদে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। প্রথমার্ধে আর গোল না হওয়ায় এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় সিটিজেনরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া রিয়াল একের পর এক আক্রমণ সাজিয়েও গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ৬০ মিনিটে রিয়ালকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে। সেবালোসের বাড়ানো বলে দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে মাদ্রিদ শিবিরে স্বস্তি এনে দেন তিনি।

ম্যাচের ৮০ মিনিটের মাথায় ফোডেনকে বক্সের ভেতর ফাউল করেন সেবালোস। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে আবার লিড এনে দেন হালান্ড। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে জয়ের স্বপ্নই দেখছিল সিটি।

তবে তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়ে দুর্দান্তভাবেই ম্যাচে ফিরেছে রিয়াল। ৮৬ মিনিটে এডারসনের ভুলে বল পেয়ে শট নিয়েছিলেন ভিনিসিয়াস। সেটা সেভ করলেও ফিরতি বলে ব্রাহিম দিয়াজের শট আর ঠেকাতে পারেননি সিটি কিপার। ম্যাচ তখন এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকেই।

শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ভিনির অ্যাসিস্টে বল পেয়ে গোল করে ইতিহাদকে স্তব্ধ করে দেন জুড বেলিংহাম। ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয় নিয়েই শেষ পর্যন্ত বাড়ি ফিরেছে রিয়াল।

প্লে-অফের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লীগ ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

ছাত্রদলের ৩ নেতাকে নোটিশ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২১

তিস্তা নিয়ে বিএনপির ২ দিনের কর্মসূচি
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৩

আরো

সম্পর্কিত খবর