চ্যাম্পিয়নস ট্রফি
বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে ভারত
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪০
ইনজুরির কারণে তার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে ছিল শঙ্কা। দলের সেরা বোলার জাসপ্রীত বুমরাহকে পেতে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছিল ভারত। তবে শেষ পর্যন্ত সত্যি হচ্ছে সেই শঙ্কাই। অস্ট্রেলিয়া সফরে পাওয়া পিঠের ইনজুরির কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহ।
অস্ট্রেলিয়া সফরে অবিশ্বাস্য পারফর্ম করা বুমরাহ শেষ টেস্টে পড়েছিলেন ইনজুরিতে। পিঠের চোটের কারণে ম্যাচের মাঝপথেই হাসপাতালে যেতে হয়েছিল তাকে। শেষ ম্যাচের দ্বিতীয় ভাগে বোলিংও করতে পারেননি তিনি।
দেশে ফেরার পর থেকেই তার ইনজুরি নিয়ে চলছে নানা আলোচনা। চ্যাম্পিয়নস ট্রফির আগে সুস্থ হয়ে ফিরতে পারবেন কিনা, সেটাই ছিল বড় প্রশ্ন। অনেকের ধারণা ছিল, গ্রুপ পর্বের শেষভাগে ফিট হয়ে মাঠে নামবেন বুমরাহ। তাই তাকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছিল ভারত।
শেষ পর্যন্ত বুমরাহ আর ফিট হয়ে উঠতে পারেনি। গতকাল স্ক্যান করার পরপরই জানা যায়, সহসাই বোলিংয়ে ফিরতে পারবেন না বুমরাহ। আর এতেই চূড়ান্ত স্কোয়াডে তাই জায়গা হয়নি তার। বুমরাহর পরিবর্তে হারসিত রানাকে দলে নিয়েছে ভারত। চূড়ান্ত স্কোয়াডে আরেকটি পরিবর্তন এনেছে ভারত। যশস্বী জসওয়ালের পরিবর্তে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বরুণ চক্রবর্তী। জসওয়াল অবশ্য মোহাম্মদ সিরাজ ও শিভাম দুবের সাথে স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে থাকবেন।
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির মিশন।
সারাবাংলা/এফএম