Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
চ্যাম্পিয়নস ট্রফিতে নেই স্টার্কও, অজিদের নেতৃত্বে স্মিথ

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৯

চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়ালেন স্টার্ক

ইনজুরির কারণে এরই মাঝে চারজন ক্রিকেটারকে হারিয়েছেন তারা। চ্যাম্পিয়নস ট্রফির আগে আরেকটি বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পেসার মিচেল স্টার্ক। প্যাট কামিন্সের পর স্টার্কের ছিটকে যাওয়ার কারণে এবারের টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

মিচেল মার্শ, জস হ্যাজলউড ও প্যাট কামিন্স; তিন অজি ক্রিকেটার টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন ইনজুরির কারণে। স্কোয়াডে থেকেও আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছিলেন মার্কাস স্টোয়নিসও। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ঠিক আগে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার স্টার্কও। তবে ইনজুরি নয়, স্টার্ক চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন না ব্যক্তিগত কারণে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলছেন,  স্টার্কের সরে দাঁড়ানোকে সম্মান করছেন তারা, ‘আমরা স্টার্কের সিদ্ধান্তকে সম্মান জানাই। সে জাতীয় দলের জন্য যা করেছে সেটা অবিশ্বাস্য। চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা তাকে মিস করব। আশা করি তার পরিবর্তে যে আসবে সেও ভালো করবে।’

স্টার্ক-কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্মিথ। চলতি শ্রীলংকা সফরেও অধিনায়কত্ব করছেন তিনি। ছিটকে যাওয়া ক্রিকেটারদের পরিবর্তে অজি স্কোয়াডে ঢুকেছে বেশ কিছু নতুন মুখ। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছেন শন অ্যাবট, বেন ডরসউইস, জ্যাক ম্যাকগ্রুক, স্পেসার জনসন ও তানভির সাঙ্গা। কুপার কনোলি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সাথে পাকিস্তান যাবেন।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফি মিচেল স্টার্ক স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর