Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের ৩ নেতাকে নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২১

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ পাওয়া নেতারা হলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুর হোসেন ও সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমন।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

নোটিশে আরও উল্লেখ রয়েছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই নির্দেশ দেন।

সারাবাংলা/এফএন/এমপি

ছাত্রদল বিএনপি শোকজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর