Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হবে। আবারও শুরু হবে যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এমন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার ভেতরে ও বাইরে সেনা জড়ো করার নির্দেশও দিয়েছেন নেতানিয়াহু।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ভিডিওবার্তা দেন নেতানিয়াহু। গাজা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানান তিনি।

বিজ্ঞাপন

ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, চুক্তি ও দুই পক্ষের বোঝাপড়া অনুযায়ী শনিবার তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস—এটুকুই ইসরায়েলের প্রত্যাশা। হামাস এতে সম্মতি দিলেই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।

একইভাবে ধাপে ধাপে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বাকি জিম্মিরাও মুক্তি পাবেন। যুদ্ধবিরতির এই পর্যায়ে মোট ৩৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ১৮ জন মুক্তি পেয়েছেন।

তবে পরবর্তীতে এই অবস্থান থেকে সরে আসে ইসরায়েলি প্রশাসন।

ইসরায়েলি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা মার্কিন প্রেসিডেন্টের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। তারাও চাইছেন শনিবার প্রথম দফার বাকি সব জিম্মিকে মুক্তি দেবে হামাস।

নেতানিয়াহু বলেন, ‘আমি নিরাপত্তা ক্যাবিনেটের সঙ্গে চার ঘণ্টা আলোচনা করেছি। আমরা সবাই গত শনিবার মুক্তি পাওয়া তিন জিম্মির করুন অবস্থা দেখে ক্ষুব্ধ হয়েছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সবাই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শনিবার দুপুর ১২টা নাগাদ জিম্মিদের মুক্তি দেওয়ার দাবিকে স্বাগত জানিয়েছি। একইসঙ্গে গাজার ভবিষ্যত নিয়ে প্রেসিডেন্টের (ট্রাম্পের) বৈপ্লবিক চিন্তাধারাকেও আমরা স্বাগত জানাই।

প্রসঙ্গত, এর আগে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগে জিম্মি মুক্তি স্থগিতের হুমকি দেয় হামাস।

সারাবাংলা/ইআ

গাজা ইসরায়েল যুদ্ধ বেনইয়ামিন নেতানিয়াহু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর