চ্যাম্পিয়নস ট্রফি
টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩০
চোটের কারণে আফগানিস্তানের অন্যতম সেরা অস্ত্র মুজিবুর রহমান ছিটকে গিয়েছিলেন আগেই। মুজিবের শূন্যস্থান পূরণ করবেন আরেক তরুণ স্পিনার এএম ঘাজানফর, আফগানরা আশা করছিলেন এমনটাই। তবে তাদের সেই আশাতে গুড়েবালি। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে ইনজুরির কারণে ছিটকে গেলেন ঘাজানফর।
ওয়ানডে অভিষেকের পর থেকেই আলো ছড়িয়েছেন ঘাজানফর। মাত্র ১১ ওয়ানডেতে নিয়েছেন ২১ উইকেট। চ্যাম্পিয়নস ট্রফিতে মুজিবুর রহমানের পরিবর্তে তিনিই সঙ্গ দেবেন রশিদ খানদের, আশা করা হচ্ছিল এমনটাই।
গত নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকেই ৫০ ওভারের ফরম্যাটে মাঠে নামা হয়নি ঘাজানফরের। ইনজুরির কারণে তার চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামা নিয়েও ছিল শঙ্কা। তবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন, এই ভেবেই তাকে প্রাথমিক স্কোয়াডে রেখেছিল আফগানরা। শেষ পর্যন্ত আর দলের সাথে পাকিস্তান যাওয়া হচ্ছে না তার। পিছের ইনজুরির কারণে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে এই স্পিনারকে।
ঘাজানফরের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক স্পিনার নাঙ্গেয়ালিয়া খারোটে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার ইব্রাহিম জাদরানও।
আগামী ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি মিশন।
সারাবাংলা/এফএম