Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১০

কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন। ছবি: সারাবাংলা

পটুয়াখালি: জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

কাফির বাবা জানান, বাইরে থেকে দরজা আটকে এ আগুন দেওয়া হয়। এ সময় পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলেন। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছেন। আগুনে নগদ টাকা ও সোনাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

নুরুজ্জামান কাফি বলেন, ‘সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাংচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, শ্লোগান দিয়েছি। এ ঘটনার কারণে আজ আমার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছাত্র জনতার বিপ্লবের বিজয়ের পর নতুন সরকার দেশ পরিচালনা করছে। সেনা বাহিনী মাঠে রয়েছে। সে অবস্থায় আমার পরিবারের ৬ সদস্যকে ঘরে অবরুদ্ধ করে আগুন লাগিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। আমি সরকারের কাছে ৭২ ঘণ্টায় আপরাধীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

কলাপাড়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম ইসলাম বলেন, ‘আগুনের ঘটনা শুনেছি। অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমপি

আগুন পটুয়াখালী সমন্বয়কারী

বিজ্ঞাপন

পুলিশ একাডেমি থেকে এসপি ইমন আটক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩

আরো

সম্পর্কিত খবর