শাহবাগে তৃতীয় দিনের লাগাতার অবস্থান কর্মসূচিতে প্রাথমিক শিক্ষকরা
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২
ঢাকা: রাজধানীর শাহবাগে আজ বুধবারও (১২ ফেব্রুয়ারি) অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বাতিল হওয়া সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।
এ নিয়ে জাতীয় জাদুঘর চত্বরে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে দাবি নিয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলের জন্য আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছিলেন তারা।
![](https://sarabangla.net/wp-content/uploads/2025/02/T-2-1.jpg)
শাহবাগে তৃতীয় দিনের লাগাতার অবস্থান কর্মসূচিতে প্রাথমিক শিক্ষকরা – ছবি : সারাবাংলা
গত সোমবার প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করলে জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মঙ্গলবার ৬ সদস্যর একটি প্রতিনিধিদলকে সচিবালয়ে নিয়ে যাওয়া হয় আলোচনার জন্য। কিন্তু সেখানে কোনো ফল পাননি বলে জানান তারা।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ে আপিল বিভাগের কোটাসংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশ করতে নির্দেশ দেন।
সারাবাংলা/এমএইচ/আরএস