Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম – (ফাইল ছবি)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়।

সিএমপির বর্তমান কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহতের ঘটনায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখানো হবে। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার সময় সাইফুল ইসলাম সিএমপি কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরডি/আরএস
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে এসিআই
৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯

আরএফএল গ্রুপে কাজের সুযোগ
৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩২

আরো