পাবনায় বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় এক পথচারির মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২
পাবনা: পাবনা শহরের অনন্ত বাজার মোড়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় এক পথচারির মৃত্যু হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের অনন্ত মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সদর উপজেলার শ্রীপুর এলাকার সূর্য কান্ত দাসের ছেলে লক্ষণ কুমার দাস (৫০)।
এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা জানিয়ে স্থানীয়রা বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনতে হবে। তারা একটি নিরাপর সড়কের দাবি জানায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি ও ঘটনাস্থলে মোবাইল টিম পাঠিয়েছি। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেনি নিহতের স্বজন বা পরিবার।
সারাবাংলা/এমপি