Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গলাচিপায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১১

নারী মাদক ব্যবসায়ী মোসা. জাহানারা বেগম আটক

পটুয়াখালী: জেলার গলাচিপায় ১৫৯২ পিস ইয়াবা ও বিক্রিত ইয়াবার ২১ হাজার টাকাসহ মোসা. জাহানারা বেগম নামে এক নারী মাদক ব্যাবসায়ী আটক হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাঝগ্রাম এলাকায় তাকে নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

জাহানারা বেগম ওই এলাকারই মৃত হেলাল প্যাদার স্ত্রী। তিনি স্বামীর বাড়িতেই থাকেন।

জেলা পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এই উদ্ধার অভিযান পরিচালনা করেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান, এসআই বেল্লাল, এসআই তুষার সহ সঙ্গীও ফোর্স।

ওসি মো. আশাদুর রহমান জানান, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

সারাবাংলা/এসডব্লিউ

ইয়াবা উদ্ধার নারী মাদক ব্যবসায়ী আটক পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর