Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনী হত্যার বিচার দ্রুত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব:) কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য মাছরাঙা টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনী হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের এখনো সনাক্ত ও গ্রেফতার করা হয়নি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজা বাজারে নিজ বাসায় তাদের শিশুপুত্রের সামনে নির্মমভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি।

তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ ১৩ বছর পেরিয়ে গেছে; তদন্তের কোন ধরণের অগ্রগতি নেই। এমনকি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত থেকে ১১৫ বার সময় নেওয়া হয়েছে। বিচার না পেয়ে সাগর-রুনীর পরিবারে ও গোটা সাংবাদিক সমাজে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। মেহেরুন রুনীর মা নুরুন্নাহার মির্জা মৃত্যুবরণ করলেও এখনো বিচারের আশা ছাড়েন নি সাগর সারওয়ারের বয়োবৃদ্ধ মা সালেহা মুনির ও সাগর-রুনীর একমাত্র পুত্র মাহীর সারওয়ার মেঘ।

আরও বলা হয়, সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তরের আগের ছয় বছর কার্যত কোনো তদন্ত হয়নি। এ সময় তদন্তকারী সংস্থা র‍্যাব আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া নিয়ে কেবল সময়ই চেয়েছে। এর আগের ছয় বছর, অর্থাৎ ২০১২-১৮ পর্যন্ত র‍্যাবের তদন্তের ফল ছিল ‘শূন্য’। এ মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বিগত সময়ের তথ্য বিশ্লেষণ করে এমন অভিমত দিয়েছেন।

বিজ্ঞাপন

আরও বলা হয়, যে কোন হত্যার বিচার পাওয়া নাগরিক অধিকার। আর রাষ্ট্রের দায়িত্ব সেই অধিকার নিশ্চিত করা। আমরা দেখেছি, আইন-শৃঙ্খলা বাহিনী বড় বড় হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করেছে। তবে সাগর-রুনী হত্যার কোন কুলকিনারা তারা করতে পারবে না এটা অবিশ্বাস্য। তাই আর কালক্ষেপণ না করে আগামী ২ মার্চের মধ্যে দ্রুততম সময়ে সাগর-রুনী হত্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত খুনিদের বিচারের আওতায় আনার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সকল সাংবাদিক সংগঠনের সমন্বয়ে উল্লেখিত তারিখের পর কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সারাবাংলা/জেআর/এমপি

বিচার সাগর-রুনী হত্যাকাণ্ড স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর