Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬

পুলিশী বাধা ভেঙে সচিবালয়ে ঢুকে যায় চাকুরিচ্যুত পুলিশরা। ছবি: সারাবাংলা

ঢাকা: ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকায় ঢুকে পড়েছেন আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহার করে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। দুপুর ১টার পর পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে রাস্তায় কাফনের কাপড় পড়ে শুয়ে পড়েন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা সচিবালয় এলাকায় প্রবেশ করতে চাইলে পুলিশ জলকামান দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে পুলিশি বাধা পেরিয়ে সচিবালয় এলাকায় ঢুকে পড়ে তারা।

এ সময় বিক্ষুব্ধ বিডিআর সদস্যদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘তুমি কে আমি কে, বিডিআর বিডিআর’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’-ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

সারাবাংলা/এমএইচ/এমপি

আন্দোলন চাকরিতে পুনর্বহাল চাকুরিচ্যুত পুলিশ পুলিশের ব্যারিকেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর