ভোটার হালনাগাদে ৬৯ কোটি টাকা চায় ইসি
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬
ঢাকা: ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬৯ কোটি টাকার চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আগামী অর্থবছরের সঙ্গে পরবর্তী দুই অর্থবছরের জন্যও বরাদ্দ চেয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের তিন অর্থবছরের মধ্যমেয়াদি বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে ইসির চাহিদাপত্র পাওয়া গেছে।
জানা গেছে, ভোটার তালিকা প্রস্তুতকরণ কার্যক্রম, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণের জন্য ও নির্বাচন ক্যালেন্ডার অনুযায়ী ভোটার তালিকা খাতে ২০২৫-২৬ অর্থবছরে ৬৯ কোটি ২৫ লাখ ৫ হাজার টাকা চেয়েছে ইসি। ২০২৬-২৭ অর্থবছরে ৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ৭৩ কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকার সংস্থান রাখা হয়েছে।
এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের বাজেটে ২০২৫-২৬ অর্থবছরে ৭০ কোটি ৮০ লাখ ১০ হাজার ২০২৬-২৭ অর্থবছরে ৩৩ কোটি ৫৮ লাখ ৭১ হাজার এবং ২০২৭-২৮ অর্থবছরে ৪০ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকায় সংস্থান রাখা হয়েছে।
সারাবাংলা/এনএল/এইচআই