আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৮০০ কোটি টাকা চায় কমিশন
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬
ঢাকা: আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনা ও আইন-শৃঙ্খলা খাতে প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সরকারের কাছে নতুন অর্থবছরে বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) গণমাধ্যমকে জানান ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
তিনি জানান, ‘আমরা সরকারের কাছে দুই হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা চেয়েছি সংসদ নির্বাচনের জন্য। আমাদের এটা প্রাথমিক চাহিদা থাকলেও তা যাচাই-বাছাই করার পর কমেও আসতে পারে।’ ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পর পূর্ণাঙ্গ একটা পরিমাণ চূড়ান্ত হবে বলে জানান তিনি।
এদিকে, জাতীয় নির্বাচনের অগ্রাধিকারের মধ্যে স্থানীয় নির্বাচনের জন্যও সমান অর্থ বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত না হলেও আর্থিক বরাদ্দ চাওয়া হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, ‘জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আরও খাত রয়েছে। এক্ষেত্রে ঘাটতি আছে ৫ হাজার ৮৫৩ কোটি টাকা।’
ত্রয়োদশ নির্বাচনটি এ বছরের শেষ বা আগামী বছরের প্রথমার্ধে করার পরিকল্পনা রেখেই কর্মপরিধি নির্ধারণ করে সে হিসেবে কাজ করছে কমিশন।
সারাবাংলা/এনএল/এমপি