Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৮০০ কোটি টাকা চায় কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনা ও আইন-শৃঙ্খলা খাতে প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সরকারের কাছে নতুন অর্থবছরে বরাদ্দ চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

‎বুধবার (১২ জানুয়ারি) গণমাধ্যমকে জানান ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

‎তিনি জানান, ‘আমরা সরকারের কাছে দুই হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা চেয়েছি সংসদ নির্বাচনের জন্য। আমাদের এটা প্রাথমিক চাহিদা থাকলেও তা যাচাই-বাছাই করার পর কমেও আসতে পারে।’ ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পর পূর্ণাঙ্গ একটা পরিমাণ চূড়ান্ত হবে বলে জানান তিনি।

‎এদিকে, জাতীয় নির্বাচনের অগ্রাধিকারের মধ্যে স্থানীয় নির্বাচনের জন্যও সমান অর্থ বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত না হলেও আর্থিক বরাদ্দ চাওয়া হয়েছে।

‎ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, ‘জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আরও খাত রয়েছে। এক্ষেত্রে ঘাটতি আছে ৫ হাজার ৮৫৩ কোটি টাকা।’

‎ত্রয়োদশ নির্বাচনটি এ বছরের শেষ বা আগামী বছরের প্রথমার্ধে করার পরিকল্পনা রেখেই কর্মপরিধি নির্ধারণ করে সে হিসেবে কাজ করছে কমিশন।

সারাবাংলা/এনএল/এমপি

কে এম আলী নেওয়াজ জাতীয় নির্বাচন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বেন শান্তরা
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৩

বিপিএল মাতিয়ে পাকিস্তান দলে আকিফ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৭

বইমেলায় বসন্তের আবহ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর