নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯
বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় আবুল হোসেন নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাট ঘটে।
নিহত আবুল হোসেন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুন্দারহাট থেকে বাজার করে বাড়ি ফিরতে আবুল হোসেনসহ কয়েকজন যাত্রী অটোভ্যানে উঠেন। পথে মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে পৌঁছলে বগুড়া থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে আবুল হোসেন নিহত হয়। এ সময় আরও একজন গুরুতর আহন হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহযোগীকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর