Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দিন’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৭

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম। ছবি: সারাবাংলা

ঢাকা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার আমাদের আশাহত করেছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দেন। তবেই মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে জানান তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাইনুল ইসলাম বলেন, ‘‘বাংলাদেশের সব দুঃসময়ে দেশকে নিয়ন্ত্রণ করেছে বিএনপি। স্বাধীনতার পরের সরকার সমস্ত সংবাদপত্র বাতিল করে একনায়কতন্ত্র কায়েম করতে বাকশাল তৈরি করেছিল। দুর্ভিক্ষ, অনাচার ও দেশকে ‘তলাবিহীন ঝুড়িতে’ পরিণত হয়েছিল। সেখান থেকে বাংলাদেশকে প্রথম স্বপ্ন দেখিয়েছিল বহুদলীয় গণতন্ত্রের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’’

তিনি বলেন, ‘বিএনপির সেই গণতান্ত্রিক সরকারকে বন্দুকের নলের মুখে পরাজিত করে দেশে সামরিক শাসন জারির মাধ্যমে ৯ বছর স্বৈরাচারের আসনে আসীন হয়েছিল, তাকেও আন্দোলন-সংগ্রামে উৎখাত করে দেশকে আবারো গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন জনমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের মানুষ বিশ্বাস করে আগামীতে বাংলাদেশ আবারও পুনরুজ্জীবিত হবে তারেক রহমানের নেতৃত্বে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে চাইলে অতি দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দেন। তবেই মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, সঞ্চালনা করেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এমপি

অন্তর্বর্তী সরকার নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর