Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২২ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৮

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,খ, ম, মোজাম্মেল হক বাড়িতে ভাঙচুরে সময় আওয়ামী লীগের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের আহত কাশেম খান (১৭) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল মারা গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৩টার দিকে মারা যান। গত শুক্রবার রাতে গাজিপুরে হামলার শিকার হয় কাশেম।

মৃত কাশেমের দুলাভাই সজিব আহমেদ শাহিন বলেন, কাশেমের বাড়ি গাজিপুর বোর্ডবাজার দক্ষিন কলমেশ্বর গ্রামে। বাবা জামাল হাজি দুই বছর আগে মারা গেছেন। এরপর কাশেমের মা বিয়ে করে অন্যত্র চলে গেছেন। গাজিপুরে তিন রুমের একটি বাড়ি আছে কাশেমের। পেশায় কিছুই করতেন না কাশেম। বাড়ি ভাড়া দিয়ে চলতেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে এলাকার কিছু লোকজন তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে জানতে পারি সাবেক মন্ত্রীর বাসায় হামলার শিকার হয়েছেন। সেদিন রাতেই কাশেমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।

সারাবাংলা/এসএসআর/ইআ

বিজ্ঞাপন

ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

ভাঙা ট্রলিই সচল রেখেছে বেলালের জীবন
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

জুটি হলেন সোহেল মণ্ডল ও তানিয়া
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮

আরো

সম্পর্কিত খবর